বাংলাদেশে পণ্য পরিবহনের ভাড়া ৪.৯% বাড়ানোর ঘোষণা ডিএইচএলের

বাংলাদেশে পণ্য পরিবহনের ভাড়া ৪.৯% বাড়ানোর ঘোষণা ডিএইচএলের

আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০১:১২:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০১:১২:৩০ পূর্বাহ্ন
বিশ্বের শীর্ষস্থানীয় এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া সমন্বয়ের ঘোষণা দিয়েছে। এবার জার্মান প্রতিষ্ঠানটি ভাড়া বাড়িয়েছে ৪ দশমিক ৯ শতাংশ। ক্রমবর্ধমান পরিচালন খরচ সমন্বয়ের জন্য ডিএইচএল এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে।

ডিএইচএল আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে তারা জানায়, মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার দাম কমে যাওয়া ও মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে ক্রমাগত খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে।

ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিয়ারুল হক এ নিয়ে বলেন, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া সত্ত্বেও ডিএইচএল বিশ্বব্যাপী স্থিতিশীল সেবা প্রদান ও নির্ভরযোগ্য লজিস্টিক সেবায় বিনিয়োগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মিয়ারুল হক আরও বলেন, ‘আমরা বার্ষিক ভাড়া যেমন সমন্বয় করছি, তেমনি বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রাহকদের জন্য নেটওয়ার্ক জোরদারকরণে গুরুত্ব দিচ্ছি।’

বিশ্বব্যাপী ২২০টি দেশ ও অঞ্চলের বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ডিএইচএল বার্ষিক খরচ সামঞ্জস্য করে থাকে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com