সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তামিম নিহত

আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৩১:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:৩১:৪৮ পূর্বাহ্ন
সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম নিহত হয়েছেন। রাজধানীর হাতিঝিলের মহানগর প্রজেক্টে নিজ বাসায় হামলার শিকার হন তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ২০–২৫ জন সন্ত্রাসী তামিমকে বেধড়ক মারধর করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিজেদের জমিতে নির্মিত এ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল।

তামিমের বাবার অভিযোগ, প্লেসান্ট প্রোপার্টিস নামের ডেভেলপার কোম্পানির কর্নধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন তামিমের বাবা।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির এক কর্মী মারা গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com