ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের মাদক ও মামলা বাণিজ্য ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের মাদক ও মামলা বাণিজ্য ।

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৭:৫১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৭:৫১:১৫ অপরাহ্ন
অভিযোগ রয়েছে এসআই রেজাউল একটি সাদা প্রাইভেট কারে যার নাম্বার ঢাকা মেট্রো গ ১৩-৩৮৯১ এই গাড়ি দিয়ে নিয়মিত মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছে।
এসআই রেজাউল সদর ডিবিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়।

বর্তমানে তিনি তার বন্ধু বোদল ইউনিয়নের সোহেল  সোর্স + ( সোহেলকে)  নিয়ে  অপকর্ম আরো বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি তার বিরুদ্ধে এ,আই,জি, ক্রাইম সিকিউরিটি সেল , স্বরাষ্ট্র উপদেষ্টা , ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ , পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া বরাবর একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয় রেজাউল করিম বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে যেমন মাদক বাণিজ্য    ,  আবাসিক হোটেল থেকে পতিতা ব্যবসার  টাকা উত্তোলন, মিথ্যা মামলা করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কে হয়রানি, সহ সকল অপকর্ম তার নিজ দায়িতে চলে।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য একজন সাংবাদিক এস আই রেজাউল করিম কে  ফোন দিলে তিনি সাংবাদিকের সাথে অশুভ আচরণ করেন ।
অধিকতর তদন্তে জানা যায়, ঢাকা মেট্রো ঘর ১৩-৩৮৯১ গাড়িটি
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সওদাগর পাড়া মসজিদ রোডের ২৭৯ নং বাড়ির কাজী কফিলুদ্দিনের ছেলে  কাজী হাফিজুল ইসলামের।
একজন দারগা এরকম প্রকাশ্যে  একটি প্রাইভেটকার নিয়ে চলাচলে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এস আই রেজাউল করিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ডিবিতে থাকাকালীন অবস্থায়  নাটাই ইউনিয়নের আমতলী এলাকার একটি বাড়িতে একটি মহিলাকে মারধর করে ও অস্ত্র উচিয়ে ভয় প্রদর্শন এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। যা পরে তদন্ত সাপেক্ষে তাকে নিরস্র করে পানিশমেন্ট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com