লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূলে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:১১:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:১১:১০ পূর্বাহ্ন
লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ বাংলাদেশির প্রাণহানি হয়েছে। লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস জানায়, ২০টি মৃতদেহ ইতোমধ্যে আজদাদিয়াতে দাফন করা হয়েছে, যা ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

মৃতদেহগুলো প্রায় পচে-গলে যাচ্ছিল বলেই দাফন করা হয়েছে জানায় দূতাবাস।

এ ছাড়া এখনো কোনো উৎস থেকে মৃতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। তবে, স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করেছে যে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। মৃতদের কারো কাছেই নাম-ঠিকানার কোনো নথিপত্র পাওয়া যায়নি।

এ ঘটনাস্থল পূর্ব সরকারের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত, যার রাজধানী বেনগাজিতে অবস্থিত। দূতাবাস এখনো ঘটনাস্থল পরিদর্শনের জন্য অনুমতি পায়নি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com